বিজয় দিবসে জাদুঘর ও শিশুদের বিনোদনকেন্দ্রে বিনামূল্যে প্রবেশ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৩৬ পূর্বাহ্ন, ০৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৮:৩৬ পূর্বাহ্ন, ০৯ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সারাদেশের সব সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অধীনস্থ জাদুঘর সাধারণ দর্শনার্থীদের জন্য বিনামূল্যে উন্মুক্ত রাখা হবে। একই সঙ্গে দেশের সকল সরকারি-বেসরকারি বিনোদনকেন্দ্র শিশুদের জন্য পুরোদিন উন্মুক্ত থাকবে এবং তাদের প্রবেশে কোনো টিকিট লাগবে না।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।

আরও পড়ুন: আজ পদত্যাগ করছেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

উদযাপন–সংক্রান্ত এই সমন্বয় সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক, প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ প্রতিরক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচির সমন্বয়, জনগণের অংশগ্রহণ এবং নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। দেশের শিশু-কিশোরদের জন্য আনন্দদায়ক পরিবেশ তৈরি এবং জাতির বিজয় দিবসকে তাৎপর্যপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যেই দিনব্যাপী এসব সুযোগ উন্মুক্ত রাখা হবে বলে সভায় জানানো হয়।

আরও পড়ুন: আসিফ ও মাহফুজের মন্ত্রণালয়ে দায়িত্ব কারা পাচ্ছেন