প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক ডা. মহিবুল হাসান প্রত্যাহার
ছবিঃ সংগৃহীত
প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক ডা. মোহাম্মদ মহিবুল হাসানকে বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে ন্যস্ত করা হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক।
আরও পড়ুন: তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ডা. মহিবুল হাসানকে তার নিজ কর্ম-অধিক্ষেত্রে প্রত্যাবর্তনের লক্ষ্যে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে পুনরায় প্রত্যর্পণ করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে এতে জানানো হয়েছে।





