খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞের উপস্থিতিতে চলছে চিকিৎসা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:১৯ পূর্বাহ্ন, ০৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৯:২৪ পূর্বাহ্ন, ০৪ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থার গত ২৪ ঘণ্টায় উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তিনি বর্তমানে ওষুধে ইতিবাচক প্রতিক্রিয়া দেখাচ্ছেন, যা তাদের মতে স্থিতিশীল অবস্থার সংকেত।

বিএনপির প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল বুধবার ঢাকায় পৌঁছে খালেদা জিয়ার চিকিৎসা দলের সঙ্গে যুক্ত হয়েছেন। তার আগমনের কথা আগে থেকে জানা ছিল, এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন মঙ্গলবার সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছিলেন।

আরও পড়ুন: খালেদা জিয়াকে লন্ডনে নিতে মঙ্গলবার ঢাকায় আসছে এয়ার অ্যাম্বুলেন্স

গত ২৩শে নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই খালেদা জিয়ার চিকিৎসা চলছে। ২৭শে নভেম্বর তার অবস্থা সংকটাপন্ন হলে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয় এবং মেডিকেল বোর্ড নিবিড় তদারকিতে চিকিৎসা দিচ্ছেন। সম্প্রতি তার শারীরিক অবস্থা সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা তথ্য শেয়ার করা হয়েছে। তবে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানিয়েছেন, তিনি গতকালের মতোই স্থিতিশীল অবস্থায় রয়েছেন। তিনি বলেন, "ওষুধে প্রতিক্রিয়া দেখানো ইতিবাচক সংকেত, এটি একটি গুড সাইন।"

বুধবার দুপুরে মৎস্য ও পানিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেন। সন্ধ্যায় সেখানে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাতে এভারকেয়ার হাসপাতালে তার শারীরিক অবস্থার খোঁজ নিতে যান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আরও পড়ুন: খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট স্বাভাবিক: মেডিকেল বোর্ড

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর দেশের চিকিৎসক টিমের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরাও যুক্ত হয়েছেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা বর্তমান অবস্থার মূল্যায়ন করে পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেবেন। এ বিষয়ে ডা. রফিকুল ইসলাম বলেন, "ব্রিটিশ বিশেষজ্ঞ ছাড়াও অন্য চিকিৎসকরাও তার চিকিৎসা সেবায় যুক্ত ছিলেন। তারা সশরীরে খালেদা জিয়ার অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তী ক্লিনিক্যাল সিদ্ধান্ত নেবেন।"

খালেদা জিয়ার ফুসফুসে সংক্রমণ, হৃদ্‌যন্ত্র, লিভার ও কিডনিতে জটিলতা রয়েছে। এই পরিস্থিতিতে মেডিকেল বোর্ড বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেবেন। প্রয়োজনে তাকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হতে পারে। এছাড়া চীনের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দলও দেশে আসছে বলে বিএনপির প্রেস উইং জানিয়েছে।

দেশজুড়ে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও প্রার্থনার আয়োজন অব্যাহত রয়েছে। সচিবালয়ের কেন্দ্রীয় মসজিদে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের দোয়া মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অংশ নিয়ে খালেদা জিয়ার অসুস্থতার জন্য সরকারি তৎপরতাকে দায়ী করেন। ঢাকার বাইরের বিভিন্ন জেলায়ও কোরআন খতম, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। দেশের বাইরেও বিভিন্ন সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে, এভারকেয়ার হাসপাতালের পাশে পরীক্ষামূলক হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়নের জন্য বিভ্রান্তি না হওয়ার আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশের বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) নিরাপত্তা প্রটোকল অনুযায়ী বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ৪টার মধ্যে হাসপাতালের কাছে দুটি উন্মুক্ত মাঠে হেলিকপ্টার পরীক্ষা পরিচালনা করা হবে। এ বিষয়ে অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।