সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন ওসমান হাদি

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৩০ অপরাহ্ন, ১৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১:৪৪ অপরাহ্ন, ১৫ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে বিমানবন্দরে নেয়া হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওসমান হাদিকে।  সোমবার দুপুর ১টার দিকে তাকে হাসপাতাল থেকে বিমানবন্দরের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। হাদিকে তুলে দিতে বিমানবন্দরে উপস্থিত আছেন স্বাস্থ্য উপদেষ্টা, বিশেষ সহকারী ও স্বাস্থ্য সচিব।

এর আগে হাদিকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিতে এয়ার অ্যাম্বুল্যান্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। সোমবার বেলা ১১টার পর এয়ার অ্যাম্বুল্যান্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

আরও পড়ুন: স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে তাকে পদত্যাগের আল্টিমেটাম ডাকসু ভিপি

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর দেড়টায় হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে শাহজালাল ছেড়ে যাওয়ার কথা রয়েছে এয়ার অ্যাম্বুল্যান্সটির।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, সব কিছু ঠিক থাকলে এয়ার অ্যাম্বুল্যান্সটি আজ দুপুরে ওসমান হাদিকে নিয়ে ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশে ছেড়ে যাবে।

আরও পড়ুন: ডাকসুর স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি পুলিশের বাধার মুখে

রবিবার দিবাগত রাতে হাদিকে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার সিদ্ধান্ত জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠানো হবে।

গত ১২ ডিসেম্বর ওসমান হাদি রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন। গুরুতর অবস্থায় প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে আজ সরকারি খরচে এয়ার অ্যাম্বুল্যান্সে সিঙ্গাপুর পাঠানো হচ্ছে।