জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ন, ১৬ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৬:২৯ অপরাহ্ন, ১৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় তিনি এ ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রধান উপদেষ্টার ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ এবং বাংলাদেশ বেতার একযোগে সরাসরি সম্প্রচার করবে।

আরও পড়ুন: মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে জাতির উদ্দেশে মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণ

বিজয় দিবসের এই গুরুত্বপূর্ণ ভাষণে দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি, মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র, রাষ্ট্র সংস্কার এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে জাতির উদ্দেশে তাৎপর্যপূর্ণ বার্তা দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

উল্লেখ্য, মহান বিজয় দিবস বাংলাদেশের ইতিহাসে গৌরবময় অধ্যায়। এ দিনে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ দেশের জনগণের জন্য বিশেষ গুরুত্ব বহন করে।

আরও পড়ুন: মহান বিজয় দিবস উপলক্ষে সেনাবাহিনীতে অনারারী কমিশন প্রদান