কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১১:৫৯ অপরাহ্ন, ১৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২:৪১ পূর্বাহ্ন, ১৯ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, কিছুক্ষণের মধ্যেই প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বিটিভি নিউজ একযোগে এ ভাষণ সম্প্রচার করবে।

এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গুলিবিদ্ধ হওয়ার পর গুরুতর অবস্থায় তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল।

আরও পড়ুন: হাদির মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

তার মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোক ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এই প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার ভাষণকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।