হাদি হত্যার প্রতিবাদে সাইন্সল্যাব অবরোধ, শিক্ষার্থীদের বিক্ষোভে অচল সড়ক

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ন, ১৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২:৩৫ অপরাহ্ন, ১৯ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে রাজধানীর সাইন্সল্যাব মোড় অবরোধ করেছেন বিভিন্ন কলেজের উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা। শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার একাধিক সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একযোগে সড়কে নেমে আসেন।

সরেজমিনে দেখা যায়, ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ, সিটি কলেজসহ আশপাশের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাইন্সল্যাব মোড়ে জড়ো হয়ে নীলক্ষেতগামী সড়ক বন্ধ করে দেন। এতে ওই সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ে এবং আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। অবরোধের কারণে অফিসগামী মানুষ ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

আরও পড়ুন: বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান সরকারের

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা শরীফ ওসমান হাদির হত্যার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন, একজন রাজনৈতিক নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় এখনো দৃশ্যমান বিচার না হওয়ায় তারা ক্ষুব্ধ।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুন: দুই সম্পাদককে প্রধান উপদেষ্টার ফোন, পাশে থাকার ঘোষণা

চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মরদেহ শুক্রবার সন্ধ্যায় দেশে পৌঁছানোর কথা রয়েছে।