তারেক রহমানকে বহনকারী বিমানের ফ্লাইট থেকে দুই কেবিন ক্রু প্রত্যাহার

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ন, ২১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১২:২৮ অপরাহ্ন, ২১ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে বিমানে করে লন্ডন থেকে ঢাকায় ফিরবেন, সেই ফ্লাইটের দায়িত্বে থাকা দুই কেবিন ক্রুকে সরিয়ে নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রত্যাহার হওয়া দুই কর্মী হলেন—জুনিয়র পার্সার মো. সওগাতুল আলম সওগাত এবং ফ্লাইট স্টুয়ার্ডেস জিনিয়া ইসলাম।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) তারেক রহমানের ঢাকায় ফেরার কথা রয়েছে।

আরও পড়ুন: এবার দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে ‘হত্যার’ হুমকি

সূত্র জানায়, গোয়েন্দা প্রতিবেদনে সংশ্লিষ্ট দুই কেবিন ক্রুর রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য উঠে আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সঙ্গে আওয়ামী লীগের একাধিক নেতার ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি গুরুত্ব পায়। জানা গেছে, তারা নিয়মিত আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের বিভিন্ন ফ্লাইটে দায়িত্ব পালন করতেন।

এদিকে, তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি–২০২ ফ্লাইটটি বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে। ওই ফ্লাইটে তারেক রহমানের পরিবারের সদস্যদের পাশাপাশি বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারাও থাকবেন বলে জানা গেছে।

আরও পড়ুন: শহীদ ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন

বিমান সূত্র আরও জানায়, ভিআইপি যাত্রীর নিরাপত্তা ঝুঁকির সম্ভাবনা বিবেচনায় এনে এবং গোয়েন্দা প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী সংশ্লিষ্ট দুই কেবিন ক্রুকে ফ্লাইট ডিউটি থেকে প্রত্যাহার করা হয়েছে। তাদের পরিবর্তে ফ্লাইট পার্সার মোস্তফা ও ফ্লাইট স্টুয়ার্ডেস আয়াতকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও একই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। গত ২ মে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একটি ফ্লাইট থেকে গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে আল কুবরুন নাহার কসমিক ও মো. কামরুল ইসলাম রিপন নামের দুই কেবিন ক্রুকে সরিয়ে দেওয়া হয়।