ভারতের হাইকমিশনারকে ফের তলব

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ন, ২৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১:০০ অপরাহ্ন, ২৩ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে আবারও তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের দপ্তরে উপস্থিত হয়ে তিনি বৈঠক করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সকাল ৯টা ৪০ মিনিটে মন্ত্রণালয়ে প্রবেশ করেন প্রণয় ভার্মা। বৈঠক শেষে পাঁচ মিনিটেরও কম সময়ের মধ্যে তিনি মন্ত্রণালয় ত্যাগ করেন।

আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরে ২৪ ঘণ্টা দর্শনার্থী প্রবেশ নিষেধ

ঢাকার কূটনৈতিক সূত্রগুলোর বরাতে জানা গেছে, দিল্লি ও কলকাতাসহ ভারতের বিভিন্ন স্থানে অবস্থিত বাংলাদেশি কূটনৈতিক মিশন এবং সেখানে দায়িত্বরত কূটনীতিকদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানাতে ভারতীয় হাইকমিশনারকে তলব করা হয়েছে।

এর আগে গত ১৪ ডিসেম্বরও প্রণয় ভার্মাকে তলব করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। সে সময় ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্য নিয়ে বাংলাদেশের উদ্বেগ জানানো হয়। পাশাপাশি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের ভারতে পালিয়ে যাওয়ার বিষয়ে সহযোগিতা কামনা করা হয়েছিল।

আরও পড়ুন: বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

সেই তলবের পর ভারত সরকারের এক প্রেস নোটে দাবি করা হয়, ভারতের ভূখণ্ড কখনো বাংলাদেশের স্বার্থবিরোধী কার্যক্রমে ব্যবহৃত হয়নি। একই সঙ্গে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের ওপর গুরুত্বারোপ করে দিল্লি।

তবে পরবর্তীতে নির্বাচন ইস্যুতে ভারতের মন্তব্যের প্রেক্ষিতে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন প্রকাশ্যে ভারতকে ‘নসিহত’ না করার আহ্বান জানান।

সাম্প্রতিক এই তলবকে বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের বর্তমান সংবেদনশীল পরিস্থিতির গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।