৬ দেশে থেকে জ্বালানি তেল কিনবে সরকার
বিশ্বের ছয়টি দেশের সাতটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে জি-টু-জি (Government-to-Government) মেয়াদি চুক্তির আওতায় পরিশোধিত জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি বছরের জানুয়ারি থেকে জুন সময়কালের প্রিমিয়াম ও রেফারেন্স প্রাইস বিবেচনায় এই ক্রয়প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের প্রেক্ষিতে বিভিন্ন দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে জি-টু-জি চুক্তির আওতায় পরিশোধিত জ্বালানি তেল আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ১০ হাজার ৮২৬ কোটি ১১ লাখ টাকা।
আরও পড়ুন: শিক্ষার লক্ষ্য শুধু চাকরি নয়, সৃজনশীল মানুষ গড়ে তোলা: প্রধান উপদেষ্টা
সরকারি সূত্র জানায়, এই চুক্তির আওতায় সুপারিশপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো—চীনের পেট্রো চায়না ও ইউনিপেক, ভারতের ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড (আইওসিএল), থাইল্যান্ডের ওকিউটি, সংযুক্ত আরব আমিরাতের ইএনওসি, ইন্দোনেশিয়ার বিএসপি এবং মালয়েশিয়ার পিটিএলসিএল।
এদিকে একই বৈঠকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে মসুর ডাল, সার এবং সয়াবিন তেল আমদানির একাধিক প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়। সরকার সংশ্লিষ্টরা জানিয়েছেন, জ্বালানি ও খাদ্যপণ্যের সরবরাহ নিশ্চিত করতে এবং বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের ক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে।
আরও পড়ুন: ঢাকায় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা





