‘বিএনপিকে নিয়ে আওয়ামী লীগের কোনো মাথাব্যথা নেই’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে নিয়ে আওয়ামী লীগের কোনো মাথাব্যথা নেই। তাদের রাজনীতি নিষিদ্ধ করার চিন্তা আমাদের নেই।
রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন জমা দিতে নির্বাচন কমিশনে (ইসি) এসে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা
ওবায়দুল কাদের বলেন, যুবলীগ নিজস্ব সত্তা থেকে বিএনপিকে নিষিদ্ধের দাবি জানাতে পারে। কেউ চাইলেই জাতীয় একটা দল নিষিদ্ধ হয়ে যায় না। বিএনপির আন্দোলনে বস্তুগত পরিস্থিতি ছিল না, জনসমর্থন ছিল না। তারা সরকারকে ফেলে দিতে এসে নিজেরাই পালিয়ে গেছে।
তিনি বলেন, বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা সংসদকে প্রাণবন্ত করতে পারেন।
আরও পড়ুন: সংস্কার সংস্কার করে কালক্ষেপণ করলে ভয়ংকর বিপদ ডেকে আনবে: রিজভী
সংরক্ষিত আসনে প্রার্থী নির্বাচন ইস্যুতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, জাতীয় নির্বাচনে পরাজিত প্রার্থীকে সংরক্ষিত আসনে মনোনয়ন দেয়া আওয়ামী লীগের রাজনৈতিক কৌশল।