ঢাকা ১৯ আসনে দুই ইউনিয়ন বহাল রাখার দাবিতে এলাকাবাসী মানববন্ধন

Sanchoy Biswas
মো. রফিকুল ইসলাম জিলু,সাভার
প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২৫ | আপডেট: ১:৫২ পূর্বাহ্ন, ২৯ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নির্বাচন কমিশন কতৃর্ক সদ্য ঘোষিত আসন পূর্ণ বিন্যাসে সাভারের বিরুলিয়া ও বনগাঁও ইউনিয়নকে ঢাকা ২ কেরানীগঞ্জ আসনে অন্তর্ভুক্তি এর বিপক্ষে ও ঢাকা ১৯ আসনে দুই ইউনিয়ন বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। 

বুধবার (১৩ আগস্ট) সাভারের বিরুলিয়া ব্রিজ এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এসময় হাতে হাত ধরে কয়েকশ এলাকাবাসী অংশগ্রহণ করেন এতে।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়া সদরে আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

এসময় মানববন্ধনে বক্তারা বলেন, আমরা বিরুলিয়া ও বনগাঁও ইউনিয়নের সর্বস্তরের জনগণ ঢাকা ১৯ আসনের সাথে থাকতে চাই। আমরা ঢাকা দুই আসনে যেতে চাইনা। আমাদেরকে ঢাকা দুই আসনে অন্তর্ভুক্তি করলে আমাদের দুর্ভোগ বাড়বে। তাই আমরা সারা জীবন ঢাকা ১৯ আসনে ছিলাম ও ভবিষৎেও থাকতে চাই। এসময় তারা বলেন,আমাদের ঢাকা ১৯ আসনে না রাখলে আমরা ঢাকা আরিচা,বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়ক ও বিরুলিয়া বেড়িবাঁধ সড়ক অবরোধ করবো। তাই বর্তমান সরকার ও প্রধান নির্বাচন কমিশনারের কাছে আমাদের দাবি আমরা ঢাকা ১৯ আসনে থাকতে চাই।

এসময় মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা,জাতীয় পাটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক বাহাদুর ইসলাম ইমতিয়াজ,বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির সিরাজী,সাধারণ সম্পাদক শাহিনুর রহমান,সাবেক বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মনিরুল হক।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় গুলিতে নিহতের মরদেহ নিয়ে থানা ঘেরাও

সাভারের বিরুলিয়া ও বনগাঁও ইউনিয়ন ঢাকা দুই আসনে অন্তর্ভুক্ত করলে প্রায় সাত লাখের বেশি জনগণের জনদুর্ভোগ বাড়বে।