নারায়ণগঞ্জে চাঁদাবাজদের জন্য কোনো জায়গা থাকবে না: এবিএম সিরাজুল মামুন

Sanchoy Biswas
ইউসুফ আলী প্রধান, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ন, ১৫ অগাস্ট ২০২৫ | আপডেট: ১২:২৬ পূর্বাহ্ন, ১৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, মাদক, জলাবদ্ধতা ও যানজটমুক্ত পরিচ্ছন্ন ও মানবিক নারায়ণগঞ্জ গড়ার লক্ষ্যে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিশ মনোনীত দেওয়াল ঘড়ি প্রতীকের এমপি প্রার্থীকে বিজয়ী করতে নাসিকের ওয়ার্ডভিত্তিক সমাবেশ ও গণসংযোগের অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জ ১নং ওয়ার্ড শাখার উদ্যোগে সিদ্ধিরগঞ্জ পুলের কাঁচাবাজার সংলগ্ন চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার  (১৫ আগস্ট) বিকালে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

খেলাফত মজলিসের নাসিক-১নং ওয়ার্ড সভাপতি ফজলুল হক মুকুলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৫ আসনে সংসদ সদস্য প্রার্থী এবিএম সিরাজুল মামুন। 

আরও পড়ুন: খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোণায় যুবদলের মিলাদ মাহফিল

এবিএম সিরাজুল মামুন বলেন- একটি গভীর সমস্যা নিয়ে কথা বলতে চাই। যে সমস্যা আমাদের সমাজকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে, আমাদের ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলছে। আর তা হলো দুর্নীতি ও চাঁদাবাজি।

​দুর্নীতি আমাদের উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা। এটি আমাদের অধিকার কেড়ে নেয়, ন্যায্য বিচার থেকে বঞ্চিত করে এবং সমাজে বৈষম্য তৈরি করে। অন্যদিকে, চাঁদাবাজি আমাদের নিরাপত্তা ও শান্তির জন্য হুমকি। এটি আমাদের ব্যবসায়ীদের ভীত করে, সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে এবং আইনের শাসনকে ব্যাহত করে।আমরা আর এই অবস্থা চলতে দিতে পারি না। আমাদেরকে শপথ নিতে হবে, আমরা দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলব। আমরা চাঁদাবাজদের আর কোনো সুযোগ দেব না।

আরও পড়ুন: জৈন্তাপুরে জাফলং থেকে লুট হওয়া ৭ হাজার ঘনফুট পাথর উদ্ধার

​আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই ঐক্যবদ্ধ হোন। যেখানেই দুর্নীতি দেখবেন, তার প্রতিবাদ করুন। যেখানেই চাঁদাবাজির ঘটনা ঘটবে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ান। মনে রাখবেন, আমাদের সম্মিলিত প্রতিরোধই এই অপশক্তিকে পরাজিত করার একমাত্র উপায়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থি ও দেশপ্রেমিকরা ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের মহানগর সহ-সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন, অধ্যাপক শাহ আলম, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদুল্লাহ জিসান, ইসলামী যুব মজলিসের মহানগর সভাপতি ডা. মোতাহার হুসাইন, মহানগর উলামা সম্পাদক মুফতী নুর হুসাইন নূরানী, সিদ্ধিরগঞ্জ থানা সহ-সভাপতি মাওলানা মুমতাজ উদ্দিন, আব্দুল মজীদ, ডা. খোরশেদ আলম, ফতুল্লা থানার সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহাবুদ্দীন, প্রমুখ।