বগুড়ায় ছুরিকাঘাতে খুন গ্রেফতার ১

Sanchoy Biswas
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ন, ১৪ অগাস্ট ২০২৫ | আপডেট: ৪:১২ অপরাহ্ন, ১৫ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চক সরতাজ সুলতানপুর পাড়ায় রাসেল (২৮) ছুরিকাঘাতে খুন হয়েছে।  বুধবার (১৩ আগস্ট) দিবাগত মধ্যরাতে এই খুনের ঘটনা ঘটে। উক্ত ঘটনার পর রাতেই খুনের সাথে জড়িত থাকার অভিযোগে সিয়াম (১৬) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনা সূত্রে জানা যায় যে, বগুড়া সদর উপজেলায় সাবগ্রাম ইউনিয়নের চক সরতাজ সুলতানপুর এলাকায় মাঝরাতে ঘুম থেকে ডেকে বাড়ির সামনে নিয়ে আসে রাসেলকে। সেখানে এক পর্যায়ে  কথা-কাটাকাটির পর ছুরিকাঘাত করে আবু বক্করের ছেলে রাসেলকে দুর্বৃত্তরা। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় রাসেলের পরিবারের লোকজন তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যায়। এতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার মরদেহ বর্তমানে (শজিমেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত রাসেল বগুড়া ডায়েবেটিকস হাসপাতালের নিরাপত্তা প্রহরীর (সিকিউরিটি গার্ড) কাজ করতো বলে জানা যায়।

আরও পড়ুন: সেনাবাহিনীর অভিযানে খাগড়াছড়িতে অস্ত্রগুলি সহ আটক ১

এবিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাছির জানায়, এই হত্যা কাণ্ডের ঘটনায় একমাত্র অভিযুক্ত সিয়ামকে (১৬) গ্রেফতার করা হয়েছে। সে সাবগ্রাম ইউনিয়নের চক সরতাজ সুলতানপুর এলাকার আরিফের ছেলে বলে জানান তিনি।