রাজশাহীতে বিপৎসীমার কাছাকাছি পদ্মার পানি, প্লাবিত চরাঞ্চল

রাজশাহীতে পদ্মা নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে, এতে প্লাবিত হয়েছে বিভিন্ন চরাঞ্চল। জেগে ওঠা চরগুলো পানিতে তলিয়ে যাওয়ায় গবাদিপশু নিয়ে লোকালয়ে চলে এসেছেন বাসিন্দারা। এতে দেখা দিয়েছে গোখাদ্যের সংকট।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, সোমবার (১১ আগস্ট) সন্ধ্যা ৬টায় রাজশাহী পয়েন্টে পদ্মার পানি ছিল ১৭ দশমিক ৩৯ মিটার। বিপৎসীমা ১৮ দশমিক ০৫ মিটার হওয়ায় বর্তমানে মাত্র শূন্য দশমিক ৬৬ মিটার কমে পানি প্রবাহিত হচ্ছে। গেল ২৪ ঘণ্টায় পানি বেড়েছে শূন্য দশমিক ১৭ মিটার।
আরও পড়ুন: নাসিরনগরে আন্তর্জাতিক যুব দিবস পালিত
পানি বৃদ্ধির কারণে নিরাপত্তার স্বার্থে টি-বাঁধ পরিদর্শন বন্ধ রাখা হয়েছে এবং ব্যবসায়ীদের সরে যেতে নির্দেশ দিয়েছে পাউবো।
পাউবো তথ্য অনুযায়ী, ২৪ জুলাই রাজশাহীতে পদ্মার পানি ছিল ১৬ দশমিক ৩৫ মিটার। ৩১ জুলাই থেকে আবার বৃদ্ধি শুরু হয় এবং তা এখনো অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: সাভারে পাচারকালে পিকআপসহ সাড়ে ৬ লাখ টাকার টিসিবি’র পণ্য জব্দ, আটক-১
চরবাসীরা জানান, টানা পানি বৃদ্ধিতে চর ডুবে গেছে। গবাদিপশু লোকালয়ে সরিয়ে নেওয়ায় খাদ্য সংকট দেখা দিয়েছে।