কাপাসিয়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

Sanchoy Biswas
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ন, ১২ অগাস্ট ২০২৫ | আপডেট: ১০:২৮ অপরাহ্ন, ১২ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

"প্রযুক্তিনির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি"—এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় গাজীপুরের কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে ১২ আগস্ট, মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে শপথ বাক্য পাঠ, আলোচনা সভা, প্রশিক্ষণ সনদ ও যুব ঋণের চেক বিতরণ এবং পরিষদ চত্বরে শোভাযাত্রা বের করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর, কাপাসিয়া কার্যালয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডা. তামান্না তাসনীম। উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. এজাজ মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. নূরুল আমিন। এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আশরাফ উল্লাহ, উপজেলা সমাজসেবা অফিসার মো. রুহুল আমিন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকির, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা প্রমুখ।

আরও পড়ুন: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ হারালেন পটুয়াখালী জেলা মহিলা দল সভাপতি আফরোজা সীমা

অনুষ্ঠিত কর্মসূচির বিস্তারিত ব্যাখ্যা দিয়ে স্বাগত বক্তব্য রাখেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শওকত আলী মৃধা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. জাফরে আলম।

যুব উন্নয়ন অধিদপ্তর থেকে বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ গ্রহণ করে সফল উদ্যোক্তা প্রাতিষ্ঠানিক সাফল্য অর্জন করেছেন খাদিজা খানম, নাফিস করিম ও অন্যান্যরা। এ সময় উদ্যোক্তারা তাদের দীর্ঘ অভিজ্ঞতা বর্ণনা করেন।

আরও পড়ুন: কাপাসিয়ায় হিন্দু ধর্মাবলম্বীদের সাথে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

পরে প্রধান অতিথি প্রশিক্ষণপ্রাপ্ত ৭ জন উদ্যোক্তার মাঝে বিভিন্ন ব্যবসা পরিচালনার জন্য ৭ লাখ টাকা বিতরণ করেন।

অফিস সূত্র জানায়, এর আগে বিভিন্ন পর্যায়ে ৮ হাজার ৭ জন পুরুষ ও মহিলাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাদের মধ্যে উপজেলার বিভিন্ন স্থানে রেজিস্ট্রেশনকৃত ৭টি যুব সংগঠন রয়েছে। এর আগে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় থেকে ১ হাজার ২০৭ জন পুরুষ ও মহিলার মাঝে বিভিন্ন ক্ষেত্রে ২ কোটি ৮৭ লাখ ৭২ হাজার টাকা ঋণ হিসেবে বিতরণ করা হয়েছে। এছাড়া যুব ঋণ হিসেবে ৩০ লাখ ৩৮ হাজার ৮০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান-উত্তর তারুণ্যের জয়যাত্রাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর যুবশক্তিকে মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে কর্মমুখী প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ঋণ, সংগঠনভিত্তিক স্বেচ্ছা ও সেবামূলক কাজে যুবদের সম্পৃক্তকরণে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম অব্যাহত আছে। যুবরাই উন্নয়ন ও উৎপাদনের প্রধান হাতিয়ার। জুলাই গণঅভ্যুত্থানের ন্যায় বৈষম্য ও অন্যায়ের প্রতিরোধযুদ্ধে বিজয়ী যুব সমাজকে যুব উন্নয়ন অধিদপ্তর আধুনিক বিজ্ঞানমনস্ক কারিগরি প্রশিক্ষণ, প্রশিক্ষণোত্তর আর্থিক ও উপকরণ সহায়তার মাধ্যমে মানবসম্পদে পরিণত করার মহান ব্রত নিয়ে বছরে প্রায় ২ লাখ যুব কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানে নিয়োজিত হচ্ছে। প্রতি বছরের ন্যায় এ বছরেও যুব কার্যক্রমে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ জাতীয় যুব দিবসে যুব পুরস্কার প্রদান করা হচ্ছে।