মালয়েশিয়ায় সন্ত্রাসবাদের অভিযোগে দুই বাংলাদেশির বিরুদ্ধে মামলা, হতে পারে ৩০ বছরের কারাদণ্ড

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:০১ অপরাহ্ন, ১৫ অগাস্ট ২০২৫ | আপডেট: ৪:৪০ অপরাহ্ন, ১৫ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মালয়েশিয়ার জোহর বাহরুতে সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট মামলায় দুই বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) সেশনস কোর্টে তাদের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়। দোষী সাব্যস্ত হলে তাদের একজনের সর্বোচ্চ ৩০ বছরের কারাদণ্ড হতে পারে।

অভিযুক্তদের মধ্যে ৩১ বছর বয়সী মো. মামুন আলীর বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০২৩ সালের ২৮ জুলাই থেকে ২০২৪ সালের ৩০ এপ্রিল পর্যন্ত ‘সাহিফুল্লা ইসলাম’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে ইসলামিক স্টেট (আইএস) সন্ত্রাসী সংগঠনকে সমর্থন করেছেন। মালয়েশিয়ার দণ্ডবিধির ১৩০জে(১)(এ) ধারা অনুযায়ী, এই অপরাধে দোষী প্রমাণিত হলে তার যাবজ্জীবন বা সর্বোচ্চ ৩০ বছরের কারাদণ্ড এবং জরিমানা হতে পারে।

আরও পড়ুন: ইউক্রেন চুক্তি নিয়ে পুতিনের অবস্থান স্পষ্ট করলেন ট্রাম্প, জেলেনস্কির উপস্থিতি নিয়ে নতুন তথ্য

অপর অভিযুক্ত ২৭ বছর বয়সী রেফাত বিশাতের বিরুদ্ধে অভিযোগ, তিনি চলতি বছরের ১০ জুলাই লারকিন ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের একটি বাড়িতে ব্যবহৃত একটি মোবাইল ফোনে আইএসের পতাকার ছবি রেখেছিলেন। তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৩০জেবি(১)(এ) ধারায় অভিযোগ আনা হয়েছে, যেখানে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড, জরিমানা এবং সংশ্লিষ্ট সামগ্রী বাজেয়াপ্ত করার বিধান রয়েছে।

মালয় নিউজ সূত্রে জানা গেছে, বিচারক দাতুক আহমাদ কামাল আরিফিন ইসমাইলের আদালতে মামলাটির শুনানি হয়। অভিযুক্তদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আগামী ১২ সেপ্টেম্বর দোভাষী নিয়োগের জন্য মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। মামুন আলীর মামলায় রাষ্ট্রপক্ষের হয়ে ডেপুটি পাবলিক প্রসিকিউটর মারিয়াম জামিয়াহ আব মানাফ এবং রেফাত বিশাতের মামলায় নূর আইনিয়া রিদওয়ান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিতের অভিযানে অংশ নেওয়া পাইলটদের সর্বোচ্চ সামরিক পদক দিলো পাকিস্তান