তারেক রহমানের নেতৃত্বে স্বপ্নের বাংলাদেশ গড়বে বিএনপি: আব্দুল বারী ড্যানী

দেশে গণতন্ত্রের সুবাতাস বইছে এবং আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে শান্তি ও সুশাসন ফিরবে বলে আশা প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানী।
সোমবার নেত্রকোনায় সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: নাসিরনগরে আন্তর্জাতিক যুব দিবস পালিত
তারেক রহমান ছাত্র জনতার আন্দোলনের মাস্টারমাইন্ড উল্লেখ করে এটিএম আব্দুল বারী ড্যানী বলেন, দীর্ঘ ১৬ বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং তারেক রহমানের সূক্ষ্ম দিকনির্দেশনায় বিএনপি ঐক্যবদ্ধ হয়ে ‘ফ্যাসিস্ট হাসিনার পতন’ ঘটিয়েছে।
সোমবার দুপুরে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া পাবলিক হলে সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে অংশ নিয়ে তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে গণতন্ত্রের অগ্রযাত্রা যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা চাই শান্তিপূর্ণ অগ্রযাত্রা। বিএনপি মানুষের ভাত, বাসস্থান ও শান্তিপূর্ণ বসবাসের নিশ্চয়তা দিতে চায়। দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
আরও পড়ুন: সাভারে পাচারকালে পিকআপসহ সাড়ে ৬ লাখ টাকার টিসিবি’র পণ্য জব্দ, আটক-১
সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মজিবুর রহমান খান। সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান দুদু। সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. আনোয়ারুল হক, সদস্য সচিব ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মো. রফিকুল ইসলাম হিলালী, নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মো. খোরশেদ মিয়া আলম, এডভোকেট ড. আরিফা জেসমিন নাহীন, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট মাহফুজুল হক, যুগ্ম আহ্বায়ক এডভোকেট আমিনুল হক খান মুকুল, বজলুর রহমান পাঠান, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, পৌর বিএনপির সদস্য সচিব মো. তাজেজুল ইসলাম ফারাস সুজাত প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে অনুষ্ঠিত হয় কাউন্সিল অধিবেশন। নির্বাচন কমিশনার বজলুর রহমান পাঠান জানান, দীর্ঘ ১১ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ সম্মেলনে ১২টি ইউনিয়নের ৮৫২ জন কাউন্সিলারের মধ্যে ৮৪১ জন ভোট দেন।
সভাপতি পদে মো. মজিবুর রহমান খান (আনারস প্রতীক) ৪২৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী তাজেজুল ইসলাম ফারাস সুজাত (চেয়ার প্রতীক) পান ৪১৭ ভোট। সাধারণ সম্পাদক পদে তাজ উদ্দিন ফারাস সেন্টু (ফুটবল প্রতীক) ৪৭৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী এডভোকেট মোহাম্মদ আব্দুর রাজ্জাক (ঘোড়া প্রতীক) পান ৩৬৩ ভোট।
ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন।