আরাফাত রহমান কোকো’র ৫৬তম জন্মদিন উপলক্ষে কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:০২ অপরাহ্ন, ১২ অগাস্ট ২০২৫ | আপডেট: ৩:০২ অপরাহ্ন, ১২ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

 শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র কনিষ্ঠ পুত্র এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকো’র ৫৬তম জন্মদিন উপলক্ষে তার কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে ‘আমরা বিএনপি পরিবার’।

মঙ্গলবার দুপুরে (১২ আগস্ট ) রাজধানীর বনানী কবরস্থানে যান ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনের নেতৃত্বে সংগঠনটির একটি প্রতিনিধি দল। বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকো’র কবরের পাশে দাঁড়িয়ে ফাতিহা পাঠ এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তারা।

আরও পড়ুন: ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

এসময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব ও শাহাদাত হোসেন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন যুক্তরাজ্য জিয়া পরিষদের সহ-সভাপতি মোঃ মনোয়ার হোসেন, গুলশান থানা বিএনপি নেতা ফরিদ হোসেন, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান রনি, বিএনপি নেতা সাইয়াম সিকান্দার খান পাপ্পু, বনানী থানা যুবদল নেতা মইনুল ইসলাম রনি, বনানী ১৯ নং যুবদলের সাবেক সদস্য লিটন ফকির, ২০ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব ফয়সাল হায়দার, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, আব্দুল্লাহ আল মিসবাহ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা ফরহাদ হোসেন, কৃষিবিদ মেজবাউল আলম, মোরসালিন অনিক প্রমুখ।

আরও পড়ুন: আনোয়ার হোসেন মঞ্জুকে বিদেশ যেতে দেয়া হয়নি