নাসিরনগরে আন্তর্জাতিক যুব দিবস পালিত

নাসিরনগরে উপজেলায় ১২ আগষ্ট যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।
"প্রযুক্তি নির্ভর যুবশক্তি,বহু পাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি " এ প্রতিপাদ্য সামনে রেখে,উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সকালে উপজেলা সদরে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়, পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়। সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো: আরিফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন। বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা ফাহিমুল আরিফিন, পল্লী বিদুৎ ডিজিএম প্রকৌশলী আমজাদ হোসেন, উপজেলা খাদ্য কর্মকর্তা মো: আবুল হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা লুৎফুর রহমান, বিআরডিবি কর্মকর্তা মো: রবিউল ইসলাম প্রমুখ।আলোচনা সভা শেষে, ১৫ যুবক ও যুবতীর মাঝে যুব ঋণের ২০ লাখ টাকার চেক হস্থান্তর করা হয়।
আরও পড়ুন: সাভারে পাচারকালে পিকআপসহ সাড়ে ৬ লাখ টাকার টিসিবি’র পণ্য জব্দ, আটক-১