শিবগঞ্জে প্রভাবশালী কর্তৃক পানি নিষ্কাশন ড্রেন বন্ধ প্রায় ৮০০ বিঘা জমির ফসল নিয়ে হতাশ কৃষক

Sanchoy Biswas
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ন, ১১ অগাস্ট ২০২৫ | আপডেট: ১:৪৮ পূর্বাহ্ন, ১৩ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জে প্রায় ৮শ বিঘা জমি জলাবদ্ধ হয়ে থাকার কারণে জমির ফসল নষ্ট হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য ওই পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থার গ্রহণের বিষয়ে উপজেলার আটমূল ইউনিয়নের আতাহার, কুলুপাড়া ও ছোটবেলঘড়িয়া মৌজার সাধারণ কৃষকরা সংবাদ সম্মেলন করেছেন। সোমবার (১১আগস্ট) সকাল ১১টায় এ সংবাদ সম্মেলনে গত ০৭ আগস্ট ২০২৫ ইং তারিখে জেলা প্রশাসক,বগুড়া বরাবর প্রেরণকৃত স্মারকলিপিও পাঠ করেন, এলাকার কৃষক আব্দুল ওহাব।

সংবাদ সম্মেলন সূত্রে জানা যায়, আতাহার গ্রামের পূর্বদিকে কুলুপাড়া ও ছোটবেলঘড়িয়া গ্রামের পশ্চিম দিকে বিশাল ফসলি মাঠ। এই মাঠে তাদের বাপ-দাদার আমল থেকে আগাম জাতের ধান ছাড়াও বিভিন্ন জাতের আলু, পেঁয়াজ, সরিষা, করলা ও বেগুন সহ বিভিন্ন জাতের ফসল চাষ করে আসছেন। কিন্তু গত আওয়ামী লীগ সরকারের আমলে কিছু প্রভাবশালী ব্যক্তি জমিতে একাধিক পুকুর খনন ও রাস্তার পার্শ্বের জমি ভরাট করে দেওয়ায় ওই মৌজা সমূহের মাঠের পানির প্রবাহ বন্ধ হয়ে যায়।, ফলে গোটা মাঠ জলাবদ্ধতায় আবদ্ধ। নিরুপায় হয়ে এলাকার কৃষকরা গত ২৮ মে ২০২০ এবং ১৩ আগস্ট ২০২০ তারিখে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলার চেয়ারম্যান সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করেন। বিষয়টি স্থানীয় দৈনিক পত্রিকায় প্রকাশ হলে, আটমুল ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারসহ ২০২২ ইং সালে মাটি কাটা কর্মসূচির মাধ্যমে রাস্তার ধার দিয়ে পানি নিষ্কাশনের জন্য ড্রেন খনন করেন। কিন্তু এবছর কিছু প্রভাবশালী ব্যক্তির যোগসাজে এবং প্ররোচনায় রাস্তার পার্শ্বে ড্রেন ভরাট করে দিয়ে মাঠের পানি আটকে রাখে। এতে করে আতাহার গ্রামের পূর্ব পার্শ্বে প্রায় ৮০০ বিঘা ফসলি জমিতে পুনরায় জলাবদ্ধার সৃষ্টি হয়। শুধু তাই নয় আতাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের রাস্তা ও বিদ্যালয়ের মাঠে পানি জমে থাকায় ছাত্র-ছাত্রী বিদ্যালয়ে যেতে পারছে না। এ পানি নিস্কাশনের ড্রেন ভরাট করায় তাদের রোপণ কৃত চারাগুলি পানির নিচে থাকায় পচে গেছে। নিরুপায় হয়ে অসহায় কৃষকগণ ১ জুলাই ২০২৫ তারিখে উপজেলা নির্বাহী অফিসে অভিযোগ দাখিল করেন। ৩১ জুলাই ২০২৫ তারিখে উপজেলা নির্বাহী অফিসার মাঠ পরিদর্শনে যান এবং ৩ আগস্ট ২০২৫ তারিখে উভয়পক্ষকে ডেকে মীমাংসা করে বন্ধ ড্রেন ও কালভার্ট খোলে দেওয়ার নির্দেশ দেন। কিন্তু বিপক্ষগণ তাদের বন্ধ ড্রেন না খুলে বরং বালু দিয়ে ড্রেন ভরাট করেন।  

আরও পড়ুন: নাসিরনগরে আন্তর্জাতিক যুব দিবস পালিত

এলাকার কৃষকের দাবি, দ্রুত মাঠের আবদ্ধ পানি, বন্ধ ড্রেন ও বন্ধব্রীজ খুলে দিয়ে পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন, এলাকার কৃষক, আ.লতিফ, জমসেদ আলী, মাহতাব সহ ওই এলাকার শতাধিক কৃষক।

আরও পড়ুন: সাভারে পাচারকালে পিকআপসহ সাড়ে ৬ লাখ টাকার টিসিবি’র পণ্য জব্দ, আটক-১