এএফসি অনূর্ধ্ব-২০ নারী ফুটবল
পূর্ব তিমুরকে ৮-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

এএফসি অনূর্ধ্ব-২০ নারী ফুটবল টুর্নামেন্টে নিজেদের দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে বাংলাদেশ। লাওসের বিপক্ষে ৩-১ গোলে জয়ের পর এবার পূর্ব তিমুরকে ৮-০ গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করেছে আফিদা-তৃষ্ণারা। এই জয়ে বাংলাদেশের মূল পর্বে খেলার আশা আরও উজ্জ্বল হলো।
শ্রীমতি তৃষ্ণা একাই করেছেন তিনটি গোল। এছাড়া সাগরিকা, নবিরুন খাতুন, শিখা, শান্তি মার্ডি এবং মুনকি আক্তার একটি করে গোল করেন। ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ চারটি এবং দ্বিতীয়ার্ধে আরও চারটি গোল করে।
আরও পড়ুন: ফুটবলের বিস্ময়কর বালক সোহানের পরিবারের পাশে বিএনপি নেতা
ইনজুরি সময়ে তৃষ্ণা প্রথম গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ৫৩ মিনিটে তার দ্বিতীয় এবং সাগরিকার পাস থেকে ৮৩ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এই ফরোয়ার্ড। এর আগে, ৭২ মিনিটে একক প্রচেষ্টায় দারুণ একটি গোল করেন সাগরিকা, যিনি আগের ম্যাচেও জোড়া গোল করেছিলেন।
ম্যাচের সবচেয়ে নজরকাড়া গোলটি আসে শান্তি মার্ডির পা থেকে। ৩২ মিনিটে ডান প্রান্ত থেকে তার নেওয়া কর্নার কিক সরাসরি জালে প্রবেশ করে, যা 'অলিম্পিক গোল' নামে পরিচিত। এরপর তার আরেকটি কর্নার থেকে হেডে গোল করেন নবিরুন খাতুন। প্রথমার্ধে বাংলাদেশের তিনটি গোলই কর্নার থেকে এসেছিল।
আরও পড়ুন: তাসকিনের ক্যারিয়ারের কথা ভেবে অভিযোগ প্রত্যাহার করে নিবেন সৌরভ
এই জয়ের ফলে দুই ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ পয়েন্ট এবং গোল ব্যবধান +১০। গ্রুপে তাদের শেষ প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া, যারা টুর্নামেন্টের অন্যতম শীর্ষ দাবিদার। বাংলাদেশের লক্ষ্য থাকবে রানার্স-আপ হয়ে সেরা তিন রানার্স-আপের তালিকায় জায়গা করে মূল পর্বে ওঠা।