আনোয়ার হোসেন মঞ্জুকে বিদেশ যেতে দেয়া হয়নি

বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি, সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে বিদেশে যেতে দেয়া হয়নি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তারা তাকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করে ফিরিয়ে দিয়েছেন। সোমবার রাত ১১টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল। সে মোতাবেক তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। কিন্তু ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তারা তাকে আটকে জিজ্ঞাসাবাদ করেন।
তার বিরুদ্ধে একাধিক মামলা বিভিন্ন থানায় তদন্তাধীন আছে বলে বিমানবন্দর কর্মকর্তারা তাকে অবহিত করেন। তাকে কিছুক্ষণ আটকে রেখে ইমিগ্রেশন ক্লিয়ার না করায় ফিরিয়ে দেয়া হয়। কিছুক্ষণ অপেক্ষা করে তিনি বাসায় চলে যান। বিমানবন্দর গোয়েন্দা কর্মকর্তা ও ইমিগ্রেশন কর্মকর্তারা বিষয়টি নিঃসৃত করেছেন।
আরও পড়ুন: ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী