জৈন্তাপুরে জাফলং থেকে লুট হওয়া ৭ হাজার ঘনফুট পাথর উদ্ধার
সিলেটের জৈন্তাপুরে জাফলং থেকে লুট হওয়া আনুমানিক ৭ হাজার ঘনফুট সাদা পাথর উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র্যাব-৯)।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে জৈন্তাপুর উপজেলার আসামপাড়া এলাকায় র্যাব-৯ ও সিলেট জেলা প্রশাসনের যৌথ অভিযানে এসব পাথর উদ্ধার হয়। অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়া সদরে আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
র্যাব জানায়, গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন করা হয়। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। পরবর্তীতে সাদা পাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হাইকোর্টে একটি রিট আবেদন দাখিল হয়।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি সিলেটের একটি টহল দল সাদা পোশাকধারী সদস্য ও সিলেট জেলা প্রশাসনের সহায়তায় আসামপাড়ায় অভিযান চালায়। এ সময় জাফলং থেকে লুট হওয়া আনুমানিক ৭ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় গুলিতে নিহতের মরদেহ নিয়ে থানা ঘেরাও
উদ্ধার হওয়া পাথর ট্রাকে করে নদীতে পুনরায় ফেলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।





