দেশ বিক্রির চুক্তি আড়াল করতেই কথিত জঙ্গি নাটক : ইসলামী আন্দোলন

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ন, ০১ জুলাই ২০২৪ | আপডেট: ১১:৪৬ পূর্বাহ্ন, ১৪ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, ভারতের সাথে দেশ বিক্রির চুক্তি আড়াল করতেই নিরীহ মাদরাসার ছাত্রদেরকে আটক করে কথিত জঙ্গি নাটক সাজানো হচ্ছে। যা এদেশের মানুষ বহু আগ থেকেই জানে এবং বুঝে। ঈদুল আযহার ছুটির পর মাদরাসার ছাত্ররা যখন বাড়ি থেকে মাদরাসার উদ্দেশ্যে রওনা হয়েছে। যাতায়াত পথ থেকে তাদেরকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে তুলে নিয়ে গিয়ে তিন চার দিন পর মিডিয়ার ট্রায়াল দিচ্ছে নাশকতা ও জঙ্গি কার্যক্রমের সাথে সম্পৃক্ত বলে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

রোববার সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ তেজগাঁও থানা শাখার নবাগত সদস্য তারবিয়াতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শাখা সভাপতি আলহাজ্ব আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় আরো উপস্থিত ছিলেন নগর উত্তর সহ-প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মুহাম্মাদ নাজমুল হাসান, মাওলানা সাব্বির খান, হাবিবুর রহমান, শাহজাহানসহ ওয়ার্ড ও ইউনিট নেতৃবৃন্দ। 

আরও পড়ুন: অসহায় পরিবারের দুই শিশুকে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা দিলেন তারেক রহমান

শেখ ফজলে বারী মাসউদ আরো বলেন, ভারতের সাথে দেশের স্বার্থবিরোধী সকল চুক্তি বাতিলের দাবিতে রাজনীতির মাঠ যখন উত্তপ্ত, পুলিশ, আমলা ও সরকার দলীয় দুর্নীতিবাজ, অর্থ পাচারকারীদের মুখোশ যখন জাতির সামনে উন্মোচিত হচ্ছে, ঠিক তখন গণমাধ্যম ও দেশবাসীর দৃষ্টিভঙ্গিকে অন্যদিকে ফিরানোর ব্যর্থ চেষ্টা করছে সরকার। অনতিবিলম্বে কথিত জঙ্গিবাদের সাথে সম্পৃক্তের অজুহাতে গ্রেফতারকৃত মাদরাসার নিরীহ ছাত্র-শিক্ষকদের মুক্তি দিন। অযথা হয়রানি বন্ধ করুন।