নাতির বয়সি উপদেষ্টাদের দিয়ে অভিজ্ঞ সরকার হয় না: রিজভী

Rashedul Hoque
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ন, ২৪ মে ২০২৫ | আপডেট: ১০:৪৭ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নাতি-নাতনির বয়সিদের উপদেষ্টা বানালে অভিজ্ঞ সরকার হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (২৪ মে) বগুড়ায় ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে’ একথা বলেন তিনি।
রিজভী বলেন, প্রধান উপদেষ্টা সম্মানী মানুষ, তার বিরুদ্ধে কোনো বক্তব্য নেই। তবে নাতির বয়সি উপদেষ্টা করায় কিছু ভুল হচ্ছে, এগুলো শোধরানো দরকার। কারণ, নাতি-নাতনির বয়সিদের উপদেষ্টা বানালে অভিজ্ঞ সরকার হয় না।
তিনি বলেন, রাজনৈতিক দল সমালোচনা করবেই, কথা বলার স্বাধীনতার জন্য লড়াই করেছি। তাহলে শান্তির জন্য, ন্যায়ের জন্য বক্তব্য দিলে এত উষ্মা কেন?
ন্যায়বিচার চাওয়া অন্যায় কিছু নয় দাবি করে বিএনপির এ সিনিয়র নেতা বলেন, মব জাস্টিস কেন? অন্তর্বর্তী সরকারের আমলে বিনা বিচারে মানুষ মারা যাবে কেন? কিছু উপদেষ্টার কথায় মনে হচ্ছে নির্বাচন চাওয়া অপরাধ। যারা বলেন তারা কে?
রিজভী বলেন, মানবিক করিডোর নিয়ে রাজনৈতিক দল কথা বলবে না? বন্দর কেন বিদেশিদের দিতে হবে? দেশে যোগ্য লোক নেই? নাতি-নাতনির বয়সিদের উপদেষ্টা বানালে অভিজ্ঞ সরকার হয় না।