চট্টগ্রামে আজ এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ন, ২০ জুলাই ২০২৫ | আপডেট: ৮:৩৫ পূর্বাহ্ন, ২০ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামে আজ বিকেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) জুলাই পদযাত্রা ও সমাবেশ। বিকেল ৪টায় বিপ্লব উদ্যানে এই কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই গোটা এলাকা ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

এনসিপির এই কর্মসূচিকে কেন্দ্র করে আগে থেকেই সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) সূত্র জানায়, সমাবেশস্থল ছাড়াও নেতাদের অবস্থানকারী হোটেল ঘিরেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।

আরও পড়ুন: ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

শনিবার বিকেলে ডগ স্কোয়াড দিয়ে পুরো মোটেল সৈকত হোটেলে তল্লাশি চালানো হয়। সন্ধ্যা ৭টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী চলে এ তল্লাশি। ওই সময় হোটেলের তিনটি ফ্লোরে এনসিপির কেন্দ্রীয় নেতারা অবস্থান করছিলেন। নিরাপত্তা বাহিনীর সদস্য ছাড়া কাউকে সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি।

পুলিশের কর্মকর্তারা জানান, গোপালগঞ্জে এনসিপির সমাবেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ এবং কক্সবাজারের চকরিয়ায় বিএনপি ও ছাত্রদলের কর্মীদের দ্বারা এনসিপির মঞ্চ ভাঙচুরের ঘটনার পরিপ্রেক্ষিতে চট্টগ্রামে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: আনোয়ার হোসেন মঞ্জুকে বিদেশ যেতে দেয়া হয়নি

এনসিপি সূত্রে জানা যায়, রোববার সকালে হোটেল থেকে রওনা দিয়ে রাঙ্গামাটি ও কাপ্তাইয়ে পথসভা শেষে বিকেলে নেতারা বিপ্লব উদ্যানে মূল সমাবেশে অংশ নেবেন।

চট্টগ্রামের পুলিশ সুপার মাহমুদা বেগম জানান, “আমরা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছি। নেতারা যেসব স্থানে থাকছেন, সেখানে পুরোপুরি সুইপিং করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত ফোর্স মোতায়েন রাখা হয়েছে।”

সমাবেশ ঘিরে বিপ্লব উদ্যান এবং আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।