এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শুরু, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:০৪ অপরাহ্ন, ২১ জুলাই ২০২৫ | আপডেট: ৭:০৪ পূর্বাহ্ন, ২১ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে শুরু হতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি। সোমবার (২১ জুলাই) সকাল ১১টায় খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার থেকে পদযাত্রা শুরু হয়ে শেষ হবে শহরের শাপলা চত্বরে। পরে অনুষ্ঠিত হবে জনসভা।

একইদিন বিকেল ৫টায় খাগড়াছড়ির কলাবাগান এলাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিএনপির অঙ্গসংগঠন কৃষক দলের কেন্দ্রঘোষিত কর্মসূচি। মাত্র দুই কিলোমিটার দূরত্বে দুটি বড় রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।

আরও পড়ুন: নিউইয়র্কে আখতার হোসেনকে ডিম নিক্ষেপকারী যুবলীগ নেতা জামিনে মুক্ত

খাগড়াছড়ি শহরে সকালে ঘুরে দেখা গেছে, এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে শহরের বিভিন্ন মোড়ে তোরণ নির্মাণ, ফেস্টুন ও ব্যানার টাঙানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের বিভিন্ন মোড়ে সতর্ক অবস্থানে দেখা গেছে।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, কক্সবাজারে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর আমরা খাগড়াছড়িতেও সতর্ক অবস্থানে আছি। জেলার গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, ওসি, এসআই ও এএসআইয়ের নেতৃত্বে মোট ৬২০ জন পুলিশ মোতায়েন থাকবে। বিএনপির সঙ্গে কথা হয়েছে। তারা আশ্বাস দিয়েছে, এনসিপির কর্মসূচিতে কোনো বাধা দেবে না।

আরও পড়ুন: আওয়ামী লীগ এলে গ্রহণযোগ্য হবে নির্বাচন : জি এম কাদের

বিএনপির একজন নেতা, নাম প্রকাশ না করার শর্তে জানান, শান্তিপূর্ণ কর্মসূচিকে আমরা স্বাগত জানাই। তবে এনসিপির প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন উসকানিমূলক বক্তব্য পরিহার করা হয়।

এদিকে এনসিপি সূত্রে জানা গেছে, কর্মসূচিতে অংশ নেবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম ও যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।

জেলার নয়টি উপজেলা থেকে আগত নেতাকর্মীদের অংশগ্রহণে পদযাত্রা শুরু হবে চেঙ্গী স্কয়ার থেকে। পরে মহাজনপাড়া, নারকেল বাগান, আদালত সড়ক হয়ে পদযাত্রা শাপলা চত্বরে শেষ হবে।

খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ও এনসিপির নেত্রী মনজিলা আক্তার ঝুমা বলেন, আমরা একটি শান্তিপূর্ণ কর্মসূচি করতে যাচ্ছি। আশা করি, সব রাজনৈতিক দল সহযোগিতা করবে।