ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির বৈঠক

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ন, ১১ অগাস্ট ২০২৫ | আপডেট: ১০:২০ পূর্বাহ্ন, ১৩ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (১১ আগস্ট) রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে এনসিপি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন।

আরও পড়ুন: বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে একটি ধর্মভিত্তিক দল: রিজভী

এ ছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ।

বৈঠকে বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, গণঅভ্যুত্থান-পরবর্তী সংস্কার, এনসিপির রাজনৈতিক ইশতেহার এবং আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েও মতবিনিময় হয়।

আরও পড়ুন: ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এমন বক্তব্য স্বৈরাচারের পদধ্বনি : ডা. জাহিদ

এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ গণমাধ্যমকে বলেন, “দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে এনসিপির সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত। এর আগে তারা বিএনপি ও জামায়াতের সঙ্গেও আলোচনা করেছেন। আমরা আমাদের অবস্থান তুলে ধরেছি।”

এর আগে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির প্রতিনিধিরা। যদিও সাক্ষাৎটি কয়েকদিন আগে হয়েছে, বিষয়টি সোমবার নিশ্চিত করে ঢাকার অস্ট্রেলিয়া হাইকমিশন।

হাইকমিশন জানায়, “রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে এনসিপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। অস্ট্রেলিয়া-বাংলাদেশ সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি এনসিপির নীতিগত অগ্রাধিকার নিয়েও আলোচনা হয়েছে।” দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা এবং আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিদেশি কূটনীতিকদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের যোগাযোগ বৃদ্ধি পেয়েছে। এরই অংশ হিসেবে এনসিপির সঙ্গে বৈঠক করল যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া।