২৭তম বিসিএসে বঞ্চিত ১১৩৭ জনের নিয়োগ দ্রুত কার্যকরের নির্দেশ আপিল বিভাগের

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৩৭ পূর্বাহ্ন, ১২ অগাস্ট ২০২৫ | আপডেট: ১২:৩৭ পূর্বাহ্ন, ১২ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দীর্ঘ ১৭ বছরের আইনি লড়াই শেষে ২৭তম বিসিএসের নিয়োগবঞ্চিত ১ হাজার ১৩৭ জন প্রার্থীকে চাকরি দিতে হাইকোর্টের রায় দ্রুত কার্যকরের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সোমবার (১১ আগস্ট) প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এই নির্দেশনা দেন।

আরও পড়ুন: নিষিদ্ধ ছাত্রলীগের 'গোপন বৈঠকে' অংশ: মেজর সাদিকুলের স্ত্রীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি

এর আগে, চলতি বছরের ২০ ফেব্রুয়ারি আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখে ওই ১ হাজার ১৩৭ জনকে নিয়োগ দিতে বলেন। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে আবেদনকারীদের পক্ষে দাখিল করা তিনটি পৃথক রিভিউ আবেদন মঞ্জুর করে সর্বোচ্চ আদালত।

আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সালাউদ্দিন দোলন ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।

আরও পড়ুন: ড. ইউনূসের ঘোষণাপত্র দেওয়ার বৈধতা নেই: ফরহাদ মজহার

আইনজীবীরা জানান, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় অনুযায়ী, রায় প্রকাশের ৯০ দিনের মধ্যে ২৭তম বিসিএসের বঞ্চিত ১ হাজার ১৩৭ জন প্রার্থীকে নিয়োগ দিতে হবে।

উল্লেখ্য, ২০০৭ সালের ২১ জানুয়ারি ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় ৩ হাজার ৫৬৭ জন উত্তীর্ণ হন। কিন্তু তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদ ওই বছরের ৩০ মে প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের সিদ্ধান্ত নেয়। এরপর সরকারি কর্ম কমিশন (পিএসসি) ১ জুলাই আনুষ্ঠানিকভাবে ফল বাতিল করে।

পরবর্তীতে ২৯ জুলাই দ্বিতীয়বার মৌখিক পরীক্ষা নেওয়া হয় এবং ২০০৮ সালের ২৩ সেপ্টেম্বর তাতে ৩ হাজার ২২৯ জন উত্তীর্ণ হন, যাদের নিয়োগও দেওয়া হয়। তবে প্রথমবার উত্তীর্ণদের মধ্যে ১ হাজার ১৩৭ জন এই প্রক্রিয়ায় বাদ পড়ে যান এবং তারা দীর্ঘদিন ধরে আইনি লড়াই চালিয়ে আসছিলেন।