কানাডায় প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন উদ্বোধন করতে যাচ্ছেন সিইসি

কানাডায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান কার্যক্রমের উদ্বোধন করতে আগামী ২৮ আগস্ট কানাডা যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠানের পর তিনি প্রবাসী ভোটারদের সঙ্গে এক সভায় অংশ নেবেন।
সরকারি আদেশ অনুযায়ী, সিইসির এ সফরের মূল উদ্দেশ্য হলো টরন্টো ও অটোয়ায় উদ্বোধনী অনুষ্ঠানগুলোতে যোগদান এবং কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রমের সূচনা করা। উদ্বোধনী অনুষ্ঠানের পর ভোটার নিবন্ধন প্রক্রিয়া, এর সুবিধা এবং বিভিন্ন প্রশ্নোত্তর সেশন অনুষ্ঠিত হবে। এতে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা প্রদান করা হবে।
আরও পড়ুন: আটকে আছে মালয়েশিয়া শ্রমবাজার
জানা গেছে, সিইসি ২৬ আগস্ট অথবা কাছাকাছি কোনো তারিখে ঢাকা থেকে কানাডার উদ্দেশে যাত্রা করবেন। তার সফরসঙ্গী হিসেবে থাকবেন লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো. লুৎফুল কবির সরকার। সফর শেষে ৪ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত সিইসি ভ্যাঙ্কুভারে ব্যক্তিগত ছুটিতে থাকবেন, যার অতিরিক্ত সময়ের সব খরচ তিনি নিজে বহন করবেন। ৮ সেপ্টেম্বর তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
নির্বাচন কমিশন মনে করছে, কানাডায় প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম প্রবাসীদের ভোটাধিকারে অংশগ্রহণ বাড়াবে এবং ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সহায়ক হবে।
আরও পড়ুন: এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে প্রেস ক্লাব ঘেরাও, যান চলাচল বন্ধ