চীন সফরে যাচ্ছেন নাহিদসহ এনসিপির ৮ সদস্যের প্রতিনিধিদল

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৫ | আপডেট: ৪:১৯ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মালয়েশিয়া সফর শেষ করে চীন সফরে যাচ্ছেন। এই সফরে তিনি আট সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী মঙ্গলবার (২৬ আগস্ট) এনসিপির প্রতিনিধি দল চীন যাচ্ছেন এবং ৩০ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে।

আরও পড়ুন: জোটে না এককভাবে এখনও সিদ্ধান্ত হয়নি: সারজিস আলম

নাহিদ ইসলাম ছাড়াও দলের প্রতিনিধি হিসেবে চীন সফরে যাচ্ছেন—

১. সদস্য সচিব আখতার হোসেন

আরও পড়ুন: দেশে ফিরে নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেবেন তারেক রহমান: আমান উল্লাহ আমান

২. মুখ্য সংগঠক সারজিস আলম

৩. মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

৪. সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন

৫. সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা

৬. যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম

৭. যুগ্ম সদস্য সচিব তাহসীন রিয়াজ

এর আগে ১১ থেকে ১৫ জুলাই জামায়াতের আমির শফিকুর রহমান নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধিদল চীন সফর করেছিলেন। জুন মাসে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বেইজিং সফরে গিয়েছিলেন।

চীন সফরের আগে নাহিদ ইসলাম ২২ থেকে ২৪ আগস্ট মালয়েশিয়া সফর করবেন। এই সফরের আয়োজন করছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স-মালয়েশিয়া চ্যাপ্টার।