ঐকমত্য ছাড়া সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়: বদিউল আলম
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, ঐকমত্যের মাধ্যমে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। শুক্রবার মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদে সুজন আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে বদিউল আলম মজুমদার বলেন, “নিম্নকক্ষ হবে আসনভিত্তিক, আর উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতি। দুটিরই ইতিবাচক ও নেতিবাচক দিক আছে। আমরা মনে করি, এটি হওয়া উচিত।”
আরও পড়ুন: ড. এম ওসমান ফারুকের সঙ্গে নির্বাচনী এলাকার নেতৃবৃন্দের মতবিনিময়
মতবিনিময় সভায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের পিএফজি, ইয়ুথ লিডার এবং সুজনের স্থানীয় নেতারা অংশগ্রহণ করেন। এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এবং দি হাঙ্গার প্রজেক্টের কেন্দ্রীয় সমন্বয়কারী তাজিমা হোসেন মজুমদারসহ অন্যান্য অতিথিরাও উপস্থিত ছিলেন।
এর আগে, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ’ অনুষ্ঠানে বদিউল আলম মজুমদার বলেন, দুর্নীতি ও দুর্বৃত্তায়ন বন্ধ না হলে ভোট সুষ্ঠু হবে না। তিনি উল্লেখ করেন, আইনি কাঠামো ঠিক থাকা সত্ত্বেও গত তিন নির্বাচনে দুর্নীতি ঘটেছে।
আরও পড়ুন: বিএনপি বহিষ্কৃত ও পদত্যাগ করা ৪০ নেতার পদ পুনর্বহাল করলো
তিনি আরও বলেন, “এবারও নির্বাচন দুর্নীতি মুক্ত না হলে গণতান্ত্রিক ব্যবস্থা জোরদার করা সম্ভব হবে না। রাজনীতিতে নীতিবিরুদ্ধ কাজ বন্ধ করতে হবে। রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখতে ও গণতান্ত্রিক ব্যবস্থা পুনর্গঠনের জন্য দুর্নীতি বন্ধ করা জরুরি।”





