বিএনপি'র বিবৃতি
ভারতীয় পত্রিকায় মির্জা ফখরুলের সাক্ষাৎকার ডাহা মিথ্যা ও মন গড়া
ভারতের কলকাতাভিত্তিক বাংলা দৈনিক "এই সময়"–এ প্রকাশিত একটি সাক্ষাৎকারকে ভিত্তিহীন ও মনগড়া বলে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। উক্ত সংবাদে দাবি করা হয়, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি বলেছেন—নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে চান ফখরুল। বিষয়টিকে বিএনপি ডাহা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে আখ্যা দিয়েছে।
বিএনপির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো বিদেশি গণমাধ্যমে কোনো সাক্ষাৎকার দেননি। কল্পনাপ্রসূত এই সাক্ষাৎকার প্রচার করে মহাসচিব ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হয়েছে। এই বানোয়াট বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে জনগণের মনে বিভ্রান্তি ও সন্দেহ সৃষ্টি করা। দলের নেতাকর্মী ও জনগণকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি—এটি একটি মিথ্যা ও মনগড়া সংবাদ।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বিএনপি নেতার মৃত্যু, সেনাপ্রধানের হস্তক্ষেপ চান মির্জা ফখরুল
বিএনপি স্পষ্ট করেছে, তারা এমন কোনো বক্তব্য দেয়নি বা এমন কূটনৈতিক অবস্থান নেয়নি যা ভুল ব্যাখ্যার জন্ম দিতে পারে। বিএনপি দেশের জনগণ ও মিডিয়াকে ভিত্তিহীন ও প্রোপাগান্ডামূলক সংবাদ থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।





