বিএনপি'র বিবৃতি

ভারতীয় পত্রিকায় মির্জা ফখরুলের সাক্ষাৎকার ডাহা মিথ্যা ও মন গড়া

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৩:৩১ অপরাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতের কলকাতাভিত্তিক বাংলা দৈনিক "এই সময়"–এ প্রকাশিত একটি সাক্ষাৎকারকে ভিত্তিহীন ও মনগড়া বলে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। উক্ত সংবাদে দাবি করা হয়, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি বলেছেন—নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে চান ফখরুল। বিষয়টিকে বিএনপি ডাহা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে আখ্যা দিয়েছে।

বিএনপির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো বিদেশি গণমাধ্যমে কোনো সাক্ষাৎকার দেননি। কল্পনাপ্রসূত এই সাক্ষাৎকার প্রচার করে মহাসচিব ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হয়েছে। এই বানোয়াট বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে জনগণের মনে বিভ্রান্তি ও সন্দেহ সৃষ্টি করা। দলের নেতাকর্মী ও জনগণকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি—এটি একটি মিথ্যা ও মনগড়া সংবাদ।

আরও পড়ুন: বিদেশি গণমাধ্যমে মির্জা ফখরুলের সাক্ষাৎকারের খবর ভিত্তিহীন: বিএনপি

বিএনপি স্পষ্ট করেছে, তারা এমন কোনো বক্তব্য দেয়নি বা এমন কূটনৈতিক অবস্থান নেয়নি যা ভুল ব্যাখ্যার জন্ম দিতে পারে। বিএনপি দেশের জনগণ ও মিডিয়াকে ভিত্তিহীন ও প্রোপাগান্ডামূলক সংবাদ থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।