অভ্যুত্থান কোনো একক দলের নয়, জনগণের আন্দোলনের ফল: সাকি

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ন, ২৬ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১১:৪৫ অপরাহ্ন, ২৬ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, সাম্প্রতিক অভ্যুত্থান কোনো একক রাজনৈতিক দলের নেতৃত্বে হয়নি। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্ত সব দল এবং অসংখ্য সাধারণ মানুষ এই অভ্যুত্থানে অংশ নিয়েছেন, জীবন দিয়েছেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলার নবম সম্মেলনের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: দেশে ফিরে নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেবেন তারেক রহমান: আমান উল্লাহ আমান

জোনায়েদ সাকি বলেন, নির্বাচন সংস্কার এখন সময়ের দাবি। সংস্কারের চূড়ান্ত ফয়সালা করতে হলে নির্বাচন প্রয়োজন। যদি নির্বাচন ভণ্ডুল হয়ে যায় বা কেউ একক কর্তৃত্ব কায়েম করতে চায়, তবে রাষ্ট্রে আবার অন্ধকার নেমে আসবে। তাই ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন আয়োজন করা জরুরি।

জামায়াতে ইসলামীর প্রস্তাবিত শতভাগ পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির সমালোচনা করে তিনি বলেন, এটি জনগণের প্রতিনিধিত্বমূলক ব্যবস্থা নয়। পিআর পদ্ধতি কার্যকর করতে হলে তা মিশ্র হতে হবে। নিম্নকক্ষে মিশ্র পদ্ধতি গ্রহণ করা যেতে পারে, তবে শতভাগ পিআরের কোনো যৌক্তিকতা নেই।

আরও পড়ুন: নির্বাচনকে বিলম্বিত করতেই পিআর পদ্ধতির নামে আন্দোলন হচ্ছে: মির্জা ফখরুল

তিনি আরও বলেন, জুলাই সনদ রক্তের ওপর লেখা এক সনদ। আগামী জনপ্রতিনিধিদের এই সনদ বাস্তবায়ন বাধ্যতামূলক করতে আইন প্রণয়ন জরুরি। কেবল অঙ্গীকার নয়, বাস্তব প্রয়োগের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র ফেডারেশনের নবনির্বাচিত জেলা সভাপতি সাইদুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সৌরভ সেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, মহানগর নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকারসহ সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।