নাগরিক সুরক্ষা রাষ্ট্রের প্রধান দায়িত্ব: তারেক রহমান

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ন, ০১ অক্টোবর ২০২৫ | আপডেট: ১১:৪৪ পূর্বাহ্ন, ০৭ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হিন্দু সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বুধবার (১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।

তারেক রহমান বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে আমি হিন্দু ধর্মাবলম্বী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তাদের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করি।”

আরও পড়ুন: জোটে না এককভাবে এখনও সিদ্ধান্ত হয়নি: সারজিস আলম

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের ঐতিহ্য হচ্ছে সকল ধর্মাবলম্বীর মিলেমিশে উৎসব পালন করা। শরতের কাশফুল আর শীতের আভাস দুর্গোৎসবের আগমনী বার্তা দেয়। উৎসব অন্ধকার থেকে আলোর পথে যাত্রার প্রতীক।

“দেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি আমার আহ্বান, আপনারা উৎসাহ উদ্দীপনা সহকারে নিশ্চিন্তে নিরাপদে উৎসব উদযাপন করুন। সৌহার্দ্য-সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন। আমরা বিশ্বাস করি— ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার।” — বলেন বিএনপির এই নেতা।

আরও পড়ুন: দেশে ফিরে নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেবেন তারেক রহমান: আমান উল্লাহ আমান

তারেক রহমান বলেন, বাংলাদেশের সংবিধান প্রতিটি নাগরিকের নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই রাষ্ট্রের সমান অধিকার ভোগ করবে।

তিনি হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, “যে ব্যক্তি রাষ্ট্রের নিরাপত্তাপ্রাপ্ত অমুসলিমকে নির্যাতন করে বা তাদের অধিকার খর্ব করে, তাদের সম্পদ অন্যায়ভাবে হরণ করে— কেয়ামতের দিন প্রিয় নবী (সা.) সেই ব্যক্তির বিরুদ্ধে লড়বেন।”

তারেক রহমান আরও বলেন, “ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে প্রতিটি নাগরিকের নিরাপত্তা রক্ষা ও সম্মান নিশ্চিত করা প্রয়োজন। যারা সমাজকে বিভক্ত করে কুশাসন প্রতিষ্ঠা করতে চায়, তাদের বিরুদ্ধে সংগ্রাম করা ন্যায়সঙ্গত।”

তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানান যাতে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা না করতে পারে।