ভাইরাল বিড়াল নিয়ে মুখ খুললেন তারেক রহমান

সম্প্রতি বিড়ালের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খুনসুটির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেই বিড়ালটি কার, এ নিয়ে নানা আলোচনা চলছিল। অবশেষে বিড়ালের মালিকানা নিয়ে মুখ খুললেন তারেক রহমান নিজেই।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে প্রকাশিত বিবিসি বাংলার দ্বিতীয় ও শেষ পর্বের সাক্ষাৎকারে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিড়ালটি আমার মেয়ের বিড়াল। ও এখন অবশ্য সবারই হয়ে গিয়েছে। আমরা সবাই ওকে আদর করি।
আরও পড়ুন: নির্বাচনকে বিলম্বিত করতেই পিআর পদ্ধতির নামে আন্দোলন হচ্ছে: মির্জা ফখরুল
তিনি আরও বলেন, শুধু বিড়াল নয়, আমি আর আমার ভাই যখন ছোট ছিলাম আমাদের একটি ছোট কুকুরও ছিল। এমনকি তখন আমাদের বাসায় আম্মা হাঁস-মুরগি, ছাগল ও পাখিও পালতেন। বরিশাল থেকে আমরা একটি ময়না পাখি এনেছিলাম, যেটি বরিশালের ভাষায় কথা বলত।
পশুপাখির প্রতি ছোটবেলা থেকে তার ভালোবাসার কথা জানিয়ে বিএনপির এই নেতা বলেন, এটি হঠাৎ করেই না, ছোটবেলা থেকেই আমাদের পরিবারের সঙ্গে পশুপাখির সম্পর্ক রয়েছে। এখন হয়তো তা বিভিন্নভাবে প্রকাশ পাচ্ছে।
আরও পড়ুন: নির্বাচনে মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিতের নির্দেশনা: স্বরাষ্ট্র উপদেষ্টা
ধর্মীয় ও মানবিক দৃষ্টিকোণ থেকে প্রাণীদের প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, “আল্লাহ আমাদের সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। প্রকৃতির ভারসাম্য রক্ষায় পশুপাখির ভূমিকা অপরিসীম। ওরা না থাকলে আমাদের বেঁচে থাকাও কঠিন হয়ে যাবে।”
উল্লেখ্য, দীর্ঘ প্রায় দুই দশক পর কোনো গণমাধ্যমে মুখোমুখি সাক্ষাৎকার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলায় দেওয়া এই দীর্ঘ সাক্ষাৎকারে তিনি আগামী নির্বাচন, আওয়ামী লীগের রাজনীতি, সংস্কার, ভারতের সঙ্গে সম্পর্ক ও অন্তর্বর্তী সরকারের বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন।