জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ প্রতারণামূলক: মির্জা ফখরুল

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ন, ২৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ৪:৪৬ অপরাহ্ন, ২৯ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের প্রণীত সুপারিশমালাকে ‘প্রতারণামূলক’ অভিহিত করে অবিলম্বে তা সংশোধনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার  দুপুরে এক আলোচনা সভায় কমিশনের প্রকাশিত সুপারিশমালার ওপর প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, আমাদের জাতীয় ঐকমত্য কমিশন তাদের রিকমেন্ডেশন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে। প্রধান উপদেষ্টাও এতে সই করেছেন এবং তিনি নিজেই কমিশনের চেয়ারম্যান। কিন্তু আমরা অবাক হয়ে দেখেছি, যেসব বিষয়ের সঙ্গে আমরা একমত ছিলাম না, সেগুলোর ওপর দেওয়া আমাদের নোট অব ডিসেন্ট (ভিন্নমত) একেবারেই লিপিবদ্ধ করা হয়নি।”

আরও পড়ুন: ড. ইউনূসকে শহীদ মিনারে জুলাই সনদে স্বাক্ষরের আহ্বান এনসিপির

তিনি আরও বলেন, আমাদের সেই নোট অব ডিসেন্ট অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি ছিল কমিশনের পক্ষ থেকে। কিন্তু যখন তারা সুপারিশগুলো প্রকাশ করলেন, তখন দেখলাম সেগুলো উপেক্ষা করা হয়েছে। এটা তো ঐকমত্য হতে পারে না। তাহলে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছিল কেন?

আরও পড়ুন: নির্বাচন সময়মতো না-ও হতে পারে, জুলাই সনদ বাস্তবায়ন গুরুত্বপূর্ণ: তাহের

বিএনপি মহাসচিবের অভিযোগ, এই কমিশনের প্রক্রিয়া জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গেও প্রতারণা। আমি মনে করি, এই সুপারিশগুলো অবিলম্বে সংশোধন করা প্রয়োজন

সূত্র জানায়, জাতীয় ঐকমত্য কমিশন সম্প্রতি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে কয়েকটি নীতিগত প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়। বিএনপির পক্ষ থেকে কিছু সুপারিশে আপত্তি জানানো হলেও চূড়ান্ত প্রতিবেদনে তা প্রতিফলিত হয়নি বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।