জুলাই সনদ জাতির ওপর চাপিয়ে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ন, ৩০ অক্টোবর ২০২৫ | আপডেট: ৫:৩৮ অপরাহ্ন, ৩০ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের দেওয়া সুপারিশকে একপেশে ও জাতির ওপর চাপিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

আরও পড়ুন: জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে কি না স‌ন্দেহ তৈ‌রি হ‌য়ে‌ছে: রিজভী

মির্জা ফখরুল বলেন, “জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশগুলো কোনো জাতীয় ঐকমত্যের ফল নয়। বরং তা একতরফা ও নির্দিষ্ট কিছু পক্ষের স্বার্থরক্ষায় প্রণীত হয়েছে। এগুলো জনগণের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, “জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন অযৌক্তিক ও অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত। এতে দেশের রাজনৈতিক অস্থিরতা আরও বাড়বে। আমরা প্রয়োজনে প্রধান উপদেষ্টার সঙ্গে এ বিষয়ে আলোচনা করব।”

আরও পড়ুন: ‘হ্যাঁ’ ভোটে বিএনপির জন্ম, ‘না’ ভোটে মৃত্যু হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, হাফিজ উদ্দিন আহমেদ, সালাহউদ্দিন আহমদ ও নজরুল ইসলাম খানসহ দলের শীর্ষ নেতারা।