চাঁদাবাজি করে প্রতিদিন গণভোট সম্ভব: তাহের
জামায়াতে ইসলামী নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, একদিনে যে পরিমাণ চাঁদাবাজি হয়, তা দিয়ে প্রতিদিন একটি করে গণভোট করানো সম্ভব — তাই তারা নভেম্বরের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন-সংক্রান্ত গণভোট দাবি করছে।
তাহের বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি প্রদানের আগে মতিঝিল শাপলা চত্ত্বরের সমাবেশে একথা বলেন। আন্দোলনরত আটটি দল প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়ে দ্রুত গণভোট আয়োজন ও জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি আদায় করবেন বলেও ঘোষণা করে।
আরও পড়ুন: দলীয় প্রতীক না পেলেও নির্বাচন করবেন আসলাম চৌধুরী
তিনি বলেন, “আমরা রাজপথে এসেছি, প্রয়োজনে আবারও রক্ত দেবো। জুলাইয়ের অর্জনকে ব্যর্থ হতে দেবো না। সরকার চালাকি করুক — আমরা আমাদের দাবি আদায় করবো।” তিনি আরও সতর্ক করেন যে সময়ক্ষেপণ সরকারকে বিপদে ফেলবে। তাহের সম্প্রতি সরকার ও বড় রাজনৈতিক দলগুলোকে দ্রুত আলোচনায় বসার আহ্বান জানান এবং বিএনপির প্রতি বিশেষ করে আলোচনা কমিটি গঠনের অনুরোধ করেন।
সমাবেশে তাহের পাকিস্তি-বিরোধী, জনস্বার্থ ও নির্বাচনের গ্রহণযোগ্যতা নিশ্চিত করার ক্ষেত্রে গণভোটের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “জনগণ আরেকটি প্রহসনের নির্বাচন চাইবে না; সুষ্ঠু নির্বাচন না হলে দেশ আবারও অন্ধকারে যেতে পারে।”
আরও পড়ুন: জাতীয়তাবাদী রাজনীতির অভ্যুদয় সূচনা করেছিল সিপাহি-জনতার বিপ্লব : তারেক রহমান





