‘বিএনপির মনোনয়ন না পাওয়া নেতাদের এনসিপিতে যোগদানের আহ্বান’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, যারা বিএনপি থেকে মনোনয়ন পাননি কিন্তু রাষ্ট্র পরিবর্তন ও বাংলাদেশপন্থার রাজনীতিতে বিশ্বাস রাখেন, তারা চাইলে এনসিপিতে যোগ দিতে পারেন। আমরা জোটনির্ভর দল নই, আমরা নতুন রাষ্ট্র কাঠামো গড়ার রাজনীতি করি।
বুধবার (৫ নভেম্বর) চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা এনসিপির যৌথ সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: খালেদা জিয়ার নির্দেশে সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন পেলেন আরিফুল
চট্টগ্রাম-৮ আসনে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ নির্বাচনি প্রচারণায় গুলিবিদ্ধ হওয়ার প্রসঙ্গে হাসনাত বলেন, মানুষ আর অস্ত্র আর চাঁদাবাজির রাজনীতি দেখতে চায় না। চট্টগ্রামে ব্যালটের চেয়ে বুলেট শক্তিশালী হয়ে গেছে—এটা গণতন্ত্রের জন্য ভয়াবহ। যারা বুলেটের রাজনীতি তৈরি করেছে, তাদের বিচার হবেই।
সভায় সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক বলেন, কমিটি গঠনে সিনিয়র সমাজকর্মী, জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী ও যোগ্য ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। শহীদ-আহতরা চায় দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হোক—সেই দায়িত্ব আমাদের।
আরও পড়ুন: দল বদলে এবার বিএনপিতে রেজা কিবরিয়া
এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ, কেন্দ্রীয় সদস্য জুবাইরুল হাসান আরিফ, চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রধান সমন্বয়কারী হাসান আলী, উত্তর জেলার প্রধান সমন্বয়কারী সেগুপ্তা বুশরা মিশমা ও মহানগর মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয় প্রমুখ।





