নয়াপল্টনে বিএনপির জরুরি সংবাদ সম্মেলন আজ
ছবিঃ সংগৃহীত
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ সোমবার বেলা সাড়ে ১১টায় এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। দলটির পক্ষ থেকে তা নিশ্চিত করা হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
দলটির পক্ষ থেকে জানানো হলেও সংবাদ সম্মেলন কী বিষয়ে ডাকা হয়েছে তা এখনো স্পষ্ট করা হয়নি। তবে চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে সংবাদ সম্মেলনটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
আরও পড়ুন: যারা ধর্ম ও মুক্তিযুদ্ধকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাদের কাছে দেশ নিরাপদ নয় : সালাম আজাদ





