শেখ হাসিনার রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে : বিএনপি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: যারা ধর্ম ও মুক্তিযুদ্ধকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাদের কাছে দেশ নিরাপদ নয় : সালাম আজাদ
বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিনের গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় সাম্প্রতিক ছাত্র-গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ ‘ফ্যাসিবাদমুক্ত’ হয়েছে বলে বিএনপি মনে করে। দলটির দাবি—এই সময়ে হাজারো মানুষ নিখোঁজ, খুন, নির্যাতন, মামলার চাপসহ নানান প্রতিকূলতার মুখোমুখি হয়েছে এবং রাজনৈতিক নেতাকর্মীরা দীর্ঘ কষ্ট সহ্য করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাম্প্রতিক রায়ে বিএনপি “ন্যায়বিচারের প্রতিফলন” দেখছে। দলটির ভাষ্য অনুযায়ী, অব্যাহত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আন্তর্জাতিক মান বজায় রেখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আরও দুই সাবেক দায়িত্বশীল ব্যক্তির বিরুদ্ধে দণ্ডাদেশ ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: রাজনৈতিক লেজুড়বৃত্তি থেকে সাংবাদিকদের বেরিয়ে আসার আহ্বান মির্জা ফখরুলের
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সর্বোচ্চ সাজা পেয়েছেন এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিচারিক সহযোগিতার ভিত্তিতে কম সাজা পেয়েছেন।
বিএনপির স্থায়ী কমিটির মতে, দীর্ঘদিনের গুম-খুন, নির্যাতন এবং গণঅভ্যুত্থানে প্রাণ হারানোদের পরিবারের ক্ষোভ কিছুটা হলেও প্রশমিত হবে। একই সঙ্গে দলটি অন্যান্য বিচারের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানায় এবং জনগণকে এসব বিষয়ে সচেতন থাকার অনুরোধ জানায়।





