সামনে কঠিন সময় অপেক্ষা করছে: তারেক রহমান

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ন, ০৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৯:১৩ পূর্বাহ্ন, ০৮ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সামনের সময়গুলো সহজ নয় এবং কঠিন সময় অপেক্ষা করছে। তিনি এই মন্তব্য করেন রবিবার বিকেলে রাজধানীর খামাড়বাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে।

তারেক রহমান বলেন, “আমি গত এক বছরের বেশি সময় ধরে বলছি, সামনের সময়গুলো খুব ভালো নয়। দেশে নানা ষড়যন্ত্র চলছে, যা রুখে দেওয়ার একমাত্র উপায় গণতন্ত্র প্রতিষ্ঠা করা।” তিনি আরও যোগ করেন, জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করলে সকল ষড়যন্ত্র রোধ করা সম্ভব।

আরও পড়ুন: খালেদা জিয়াকে লন্ডনে নিতে মঙ্গলবার ঢাকায় আসছে এয়ার অ্যাম্বুলেন্স

ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশে দুর্নীতি ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনাই প্রধান চ্যালেঞ্জ। এই দুটি ক্ষেত্রে সফল না হলে নারী, কৃষি ও স্বাস্থ্যখাতের সকল পরিকল্পনা ব্যর্থ হবে। তিনি বলেন, “দুর্নীতির লাগাম টেনে ধরাই একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব।”

তারেক রহমান আরও বলেন, মানুষ যখন বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দেবে, তখন দেশকে সঠিকভাবে পরিচালনা করাই প্রধান কাজ হবে। ১৯৭১ সালে লক্ষ লক্ষ মানুষকে এক কাতারে দাঁড়াতে হয়েছিল; আজ দেশ গড়ার পরিকল্পনা সফল করতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

আরও পড়ুন: খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট স্বাভাবিক: মেডিকেল বোর্ড

তিনি স্বৈরাচারী সরকারের সময়ে মানুষের বাক-স্বাধীনতা ও রাজনৈতিক অধিকার হরণের বিষয়েও আক্ষেপ প্রকাশ করেন। এছাড়া বিএনপির সমালোচকদের উদ্দেশ্য করে বলেন, “বেহেশত বা দোজখ দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর; যারা এই বিষয় নিয়ে কথা বলে তারা শিরক করছে।”