যশোরে আলোচিত মহিলা লীগ নেত্রী মহুয়া আটক

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ন, ০৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১০:৩৩ অপরাহ্ন, ০৮ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যশোরের আলোচিত মহিলা আওয়ামী লীগ নেত্রী নাসিমা সুলতানা মহুয়াকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে শহরের পালবাড়ি এলাকার গাজিরঘাট রোডে তার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি মৃত সোহরাব আলী খানের মেয়ে।

ডিবি সূত্র জানায়, বিএনপি পার্টি অফিস নিয়ে দায়ের হওয়া মামলার তদন্তে মহুয়ার সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন: সেনাকুঞ্জে যাওয়ার আগেই অসুস্থ ছিলেন খালেদা জিয়া: তারেক রহমান

গ্রেপ্তারের পর সোমবার সন্ধ্যায় তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়া।

উল্লেখ্য, নাসিমা সুলতানা মহুয়া যশোর জেলা পরিষদের সদস্য প্রার্থী ছিলেন এবং জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসনের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্রও সংগ্রহ করেছিলেন। এর আগে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে তিনি ব্যাপক আলোচনার সৃষ্টি করেন, যা নিয়ে নানা মহলে সমালোচনা হয়।

আরও পড়ুন: গণঅভ্যুত্থানের বিজয় সুসংহত করার আহ্বান মির্জা ফখরুলের