লাইফ সাপোর্টে উচ্চ ঝুঁকিতে হাদি

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ন, ১২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৬:৩৪ অপরাহ্ন, ১২ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ‘লাইফ সাপোর্ট’ দেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর জানায়, তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং গুলিটি এখনো মাথার ভেতরেই রয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত হাদির দিকে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢামেকে নেওয়া হয়।

আরও পড়ুন: ওসমান হাদিকে গুলি, গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করেছে সিআইডি

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, দুপুর ২টা ২৫ মিনিটে মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি হাদিকে লক্ষ্য করে গুলি চালায়।

ঘটনার সময় হাদির ঠিক পেছনের রিকশায় ছিলেন মো. রাফি। তিনি বলেন, “জুমার নামাজ শেষে রিকশায় হাইকোর্টের দিকে যাচ্ছিলাম। বিজয়নগরে পৌঁছাতেই মোটরসাইকেলে দুইজন এসে হাদি ভাইয়ের ওপর গুলি চালিয়ে পালিয়ে যায়।”

আরও পড়ুন: হাদি গুলিবিদ্ধ: ঢামেকে তোপের মুখে মির্জা আব্বাস

ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি হামলাকারীদের শনাক্তে দ্রুত ও ব্যাপক তদন্ত চালানোর নির্দেশ দিয়ে বলেন, কোনোভাবেই নির্বাচনী সহিংসতা বরদাশত করা হবে না।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে, এবং আইনশৃঙ্খলা বাহিনী হামলাকারীদের শনাক্তে তদন্ত শুরু করেছে।