ওসমান হাদিকে গুলি, গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করেছে সিআইডি
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণাকালে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, হাদির মাথার ভেতরে গুলি রয়েছে এবং তাকে লাইফ সাপোর্টে রেখে অস্ত্রোপচার চলছে।
আরও পড়ুন: গুলিবিদ্ধ ওসমান হাদিকে নেওয়া হচ্ছে এভারকেয়ার হাসপাতালে
ঘটনার পরপরই পুলিশ ও সিআইডি ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। তল্লাশির সময় হাদি গুলিবিদ্ধ হওয়ার স্থানের পাশ থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়। সেগুলোকে গুরুত্বপূর্ণ আলামত হিসেবে জব্দ করা হয়েছে।
তদন্ত কর্মকর্তারা জানান, উদ্ধার করা খোসা পরীক্ষার মাধ্যমে ব্যবহৃত অস্ত্রের ধরন ও গুলির উৎস শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
আরও পড়ুন: হাদি গুলিবিদ্ধ: ঢামেকে তোপের মুখে মির্জা আব্বাস
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটার দিকে একটি মোটরসাইকেলে দুই দুর্বৃত্ত এসে হাদিকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে ঢামেকে নিয়ে যান।
গত নভেম্বর মাসে দেশি-বিদেশি প্রায় ৩০টি নম্বর থেকে হত্যার হুমকি পেয়েছিলেন বলে ফেসবুকে উল্লেখ করেছিলেন ওসমান হাদি। তিনি দাবি করেছিলেন, তাকে হত্যা, তার বাড়িতে আগুন দেওয়া এবং পরিবারকে যৌন সহিংসতার হুমকি দেওয়া হয়েছিল।





