স্বরাষ্ট্র উপদেষ্টা ও সিইসির দায়িত্বে থাকার অধিকার নাই : নাহিদ ইসলাম

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ন, ১৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৮:৩৮ অপরাহ্ন, ১৫ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) দায়িত্বে থাকতে পারেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

হাদির ওপর গুলির প্রতিবাদে সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত ‘সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ’ নাহিদ ইসলাম এই দাবি তোলেন। একই সঙ্গে তিনি ঘোষণা দেন, বিজয় দিবসে প্রতিরোধের জন্য তারা মাঠে নামবেন।

আরও পড়ুন: শরীফ ওসমান হাদীকে সুস্থতার জন্য জামায়াত আমিরের প্রার্থনা, সিঙ্গাপুরে উন্নত চিকিৎসা

নাহিদ ইসলাম বলেন, আমরা আজ শহীদ মিনারে মিলিত হয়েছি এটা প্রমাণ করতে আমরা ঐক্যবদ্ধ, জুলাই যোদ্ধারা ঐক্যবদ্ধ, এখানে কোন রাজনৈতিক নেতা হিসেবে আসি নাই। এসেছি জুলাইয়ের কর্মী হিসেবে।

নাহিদ বলেন, ওসমান হাদির ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এই নির্বাচন কমিশন কীভাবে এমন কথা বলে। তারা নৈতিকভাবে দায়িত্বে থাকতে পারে না। তাদের অধীনে নির্বাচন সম্ভব নয়।

আরও পড়ুন: নির্ধারিত সময়েই নির্বাচন হবে, আমি জনগণের সঙ্গে থাকব: তারেক রহমান

নাহিদ বলেন, আগামীকাল উৎসব করতে রাস্তায় নামব না, আগামীকাল প্রতিরোধের জন্যে রাস্তায় নামব। সব্বাইকে আহ্বান করব আগামীকাল বিজয় উৎসব করতে রাস্তায় নামবো না, নামব প্রতিরোধের জন্যে। ৭২ ঘণ্টা পার হলেও খুনিদের গ্রেফতার করতে পারে নাই। কোথা থেকে খেলা চলছে সেটা এখনও বের করতে পারে নাই।