স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা ব্যারিস্টার রুমিন ফারহানার

Sanchoy Biswas
সঞ্জীব ভট্টাচার্য্য, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ন, ২৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৫:৫৫ অপরাহ্ন, ২৩ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, “ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে আমি নির্বাচন করবো।” তিনি জানান, আগামীকাল অথবা পরদিন তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হবে।

আরও পড়ুন: তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রিজভীর নেতৃত্বে স্বাগত মিছিল

দলীয় সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির মতো বড় একটি দলকে ভালো-মন্দ বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হয়। যেহেতু দলটি জমিয়তে উলামায়ের সঙ্গে জোট করেছে, তাই আসন না দিলে জোট টেকানো কঠিন হতো। সে কারণে দল বাধ্য হয়েই ওই আসনটি জোট শরিককে দিয়েছে বলে তিনি মন্তব্য করেন।

স্বতন্ত্র প্রার্থী হলে বহিষ্কারের বিষয়ে দলের কঠোর অবস্থানের প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, “যদি ব্যবস্থা নেওয়ার হয়, দল অবশ্যই নেবে। এতে আমার বাধা দেওয়ার কিছু নেই।”

আরও পড়ুন: জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের ১১৯ আসনে ১৩১ প্রার্থী ঘোষণা

তিনি আরও বলেন, “আমি যা বলি, আমি তা-ই করি। এটা ভালো হলে ভালো, মন্দ হলে আমার কিছু করার নেই। আপনারা যদি আমার পাশে থাকেন, প্রতীক যা-ই হোক, আমি সরাইল–আশুগঞ্জ থেকেই নির্বাচন করবো।”

এর আগে একই দিন গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীবকে জোট প্রার্থী হিসেবে ঘোষণা দেন।

সে সময় মির্জা ফখরুল বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, যেসব আসনে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থীরা নির্বাচন করবেন, সেসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। পাশাপাশি তিনি জনগণকে খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে ধানের শীষকে শক্তিশালী করার আহ্বান জানান।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়ন নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। গত ৩ নভেম্বর বিএনপি ২৩৭ আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করলেও ওই তালিকায় ব্রাহ্মণবাড়িয়া-2 আসনে কারো নাম ছিল না। এরপর থেকেই স্থানীয় নেতাকর্মীরা ধারণা করেন, আসনটি জোট শরিককে দেওয়া হবে। তবে এর মধ্যেও ব্যারিস্টার রুমিন ফারহানা তার নির্বাচনী প্রচার-প্রচারণা অব্যাহত রাখেন এবং বিভিন্ন সভা-সমাবেশে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইঙ্গিত দেন।