একপক্ষীয় নির্বাচনের শঙ্কা জানালো ইসলামী আন্দোলন বাংলাদেশ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ন, ০৬ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৯:৩৪ অপরাহ্ন, ০৬ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে একপক্ষীয় নির্বাচনের শঙ্কা তৈরি হয়েছে বলে নির্বাচন কমিশনকে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

মঙ্গলবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবি জানিয়েছেন দলটি।

আরও পড়ুন: পিছনের দরজা দিয়ে গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র এখনো চলছে: ডা. রফিক

দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান সাংবাদিকদের বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড, গণভোট, তুচ্ছ কারণে মনোনয়ন বাতিল এবং প্রশাসনের একপক্ষীয় আচরণের বিষয়গুলো প্রধান নির্বাচন কমিশনারকে অবহিত করা হয়েছে।

তিনি অভিযোগ করেন, নির্বাচনের সামগ্রিক আলোচনার মধ্যে গণভোটের বিষয়টি হারিয়ে গেছে।

আরও পড়ুন: দেশপ্রেমিক শক্তির বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে: মির্জা আব্বাস

আসন্ন নির্বাচনে এগারো দলের সমঝোতার বিষয়ে মাওলানা আতাউর রহমান বলেন, “আলোচনা চলছে। আমরা একসাথে সংস্কার কমিশনে কাজ করেছি, বিভাগীয় পর্যায়ে সমাবেশ করেছি। আমাদের মধ্যে চমৎকার বোঝাপড়া রয়েছে এবং সকল পক্ষই সমঝোতা রক্ষায় আন্তরিক।”